Completing Sentence এর সহজ নিয়ম উদাহরণ সহ ।
বাক্যের কোন অংশ দেওয়া থাকলে বাকি অংশটুকু অর্থ, বিষয়, গঠণ এবং বাবগত ভাবে ইংরেজী Grammar ও Tens এর নিয়ম অনুসরণ করে অর্থ অনুযায়ী পূর্ণভাবে সমাপ্ত বা শেষ করাকে Completing Sentence বলে।Completing Sentence এ একটি Complex Sentence এর একটি অংশ দেওয়া থাকবে এবং প্রথমে বা শেষে কিছু চিহ্নিত Linking words থাকবে অথবা, It will be completed in any sensible way with appropriate complementary part. (অর্থাৎ বাক্যের প্রথশ অংশ থাকলে তার সাথে অর্থের সমঞ্জস্য রেখে শেষ অংশ পুরণ করতে হবে অথবা বাক্যের প্রথম অংশ থাকলে তার সাথে অর্থেল সামঞ্জস্য রেখে শেষ অংশ পুরণ করতে হবে অথবা বাক্যের প্রথম অংশে শূন্যস্থান থাকলে সেটা অর্থপূর্ণ বাক্যাংশ দিয়ে পুরণ করতে হবে।)
পরীক্ষায় যেভাবে Answer করতে হবে :
পরীক্ষার প্রশ্নপত্র কতগুলো Incomplete Sentence দেয়া থাকবে, যার প্রত্যেকটিতে একটি Clause দেয়া থাকবে এবং অপর Clause এর জায়গায় শূন্যস্থান দেয়া থাকবে। Sentence টি Complete করার সময় প্রদত্ত Clause টির অর্থের সাথে সামঞ্জস্য রেখে অপর আরেকটি Clause লিখতে হবে, যাতে করে পুরো Sentence টির দ্বারা বক্তার মনের ভাব সম্পর্নরূপের প্রকাশ পায়। তবে Sentence টির Complete Answer ভিন্ন ভিন্ন হতে পারে। একই Clause এর সাথে আলাদা আলাদা Subject আলাদা Object এবং সর্বোপরি আলাদা Clause দিয়ে Sentence টি Complete করা যাবে। এক্ষেত্রে অবশ্যই প্রদত্ত Clause টি Tense-এর সাথে সম্পর্ক রেখে অপর Tense টি লিখতে হবে। পরীক্ষায় পূর্ন বাক্যে উত্তর লিখতে হবে। নিচে কিছু Incomplete Sentence কে Complete করার পদ্ধতি আরোচনা করা হলো:
Rules for Completing Sentences
1. Though/Althoug- ’যদিও’ অর্থে thought/althougt ব্যবহৃত হয়।
though/although যুক্ত Sentence এ দুটি বিপরীতধর্মী Clause টি হতে সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে এমন একটি Clause ব্যবহার করতে হয়। যেমন-
- Incom P: thought Anita was not beautiful--
- Com : Though Anita was not beautiful, Azad was prepared to marry her.
- Incom : Sohrab will have come though
- Com : Sohrab will have come though he lives in a long distance.
- Incom : Although Rahim is plous,-
- Incom : Though he is poor,--
- Com : Though he is poor, he is happy,
2. SInce/ As ‘যেহেতু ’ বা ‘করণ’ অর্থে Since /As ব্যবহার করা হয়। যদি প্রদত্ত Clasuse এর আগে As/SInce থাকে এবং Clasus টি যদি কারণ দির্ধেশ করে তবে ঐ কারণটির ফলাফল নির্দেশ করে এমন একটি Clause দিয়ে বাক্যটি শেষ করতে হয়। আবার প্রদত্ত ‰`„RyW টি ফলাফল বুঝালে Since/As কারণ নির্দেশক Clause দিয়ে বাক্যটি শেষ করতে হয়। এক্ষেত্রে উভয় Clause এর Tense একই হবে। যেমন-
- Incom : Since the weather was cold, --
- Com : Since the weather was cold, we could not come out from the room.
- Incom : SInce there wa no rain to cultivate the land,-
- Com : Since there was no rain to cultivate the land, the farmers were worried in this regard.
- Incom : as I did not feel well,--
- Com : As I did not feel well, I decided to stay in my house.
3. So That: বাক্যে ‘এত --- যে, এরূপ অর্ত নিহিত থাকলে So --- that ব্যবহৃত হয়। প্রথম Clause এ so থাকলে পরবর্তী Clasue ‘that’ ব্দারা শুরু হয়। So যুক্ত Clause টিতে উল্লিখিত কারণটির সাথে সামঞ্জস্যপূর্বক ফলাফল নির্দেশক That+Clause আকারে বসাতে হয়। নতুন Clasue টি অবশ্যই প্রদত্ত Clause এর Tense অনুসারে হবে । যেমন-
- Incom : The odl an is so weak that --,
- Com : The old man is so weak that he cannot walk.
- Incom : The heat is so warm that--
- Com : The heat is so warm that I can't tolerate it.
- Incom : I am so poor that--
- Com : I am so poor that I can't buy refrigerat or it.
4. No sooner ---than : 'যেতে না যেতেই, করতে না করতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, ইত্যাদি অর্থ বুঝাতে ‘No sooner+had+verb-এর Past Participle + other words+than+past Indefinite হয়। যেমন-
- Incom : No sooner had he seen the tiger than--
- Com : No Sooner had heSeen The tiger than he ran away.
- Incom : No Sooner had he reached the station than--
- com : No Sooner had he reached the station than the train began to start.
5. As if/As though : ’যেন’ অর্থে তুলানা করলে দুটি Complex Sentence-এর দ্বিতীয় Clause টি as if/as though দ্বারা শুরু করতে হবে। প্রথম Cluase-এর verb হিসেবে sound, look, smell প্রভূতি থাকে। As if বা as though যুক্ত sentene এর প্রথম Clause টি Present Indefinite Tense হলে দ্বিতীয় Clause Past Indefinite Tense হয় । এবং প্রথম Clause টি Past Indefinite হলে দ্বিতীয় Clause টি Past Perfect Tense হয়। পরের Clause টিতে be verb ব্যবহার করলে সকল ক্ষেত্রে were ব্যবহার করতে হয়। যেমন-
- Income : The garden looks as though--
- Com : The garden looks as though it were a Paradise.
এখানে লক্ষণীয় যে, Singular Subject এর সাথে Plural Verb ব্যবহৃত হয়। যেমন- it এর সাথে was না হয়ে were ব্যবহৃত হয়েছে।
6. Searcely ---when, Hardly -- when দিয়েও একই নিয়মে বাক্র গঠন করতে হয়। Incomplete Sentence এ Scarcely/hardly+ had+verb এর past participle + when থাকলে Complete করার সময় gap অংশে Past Indefinite Tense এর Clasue হয়। যেমন-
- Incom : Scarcely had we reached the college when--
- Com : Scarcely had we reached the college when the class started.
- Incom Hardly had we taken shelter in a tin shed, when--
- Com : Hardly had we taken shelter in a tin shed, when it started raning.
7. So that/in orer that (যাতে) : Complex Sentence এর প্রথমে Clasue এ এমন কোন বিষয় থাকে যা একটি উদ্দেশ্য করা হয়েছে অর্থাৎ প্রথম ঘটনাটির ফলাফলে অন্য একটি ঘটনা ঘটতে পারে, এমন মনে করে বা ঘটানোর উদ্দেশ্যে এ ধরনের ক্ষেত্রে Clause টি so that/in order that+ subject+can/could/may/might+verb-এর Present form +Other words এ Structure অনুসারে হয়। so that এর আগের অংশ Present Tense এ তাকলে পরের অংশে could/might হয়। যেমন-
- Incom : The students studied diligently so that --
- Com : Th estudents studied diligently so that they could secure scholarship.
8. Unless (যদি না) : কোন একটি কাজ না করলে বা না হলে অপরটি ঘটতে পারে এমন অর্থ প্রকাশের জন্য Unless + Clause হয়। Unless যুক্ত Clause টি Present Tense হলে অপর Clause এ subject এর পর will/can বসে। Past Tense হলে would/could বলে। Unless যুক্ত Clause টি কখনো Negative হয় না। উভয় Clause এ একই Tense ও হয়। যেমন-
- Incom: Unless she works hard--
- Com: Unless she works hard she'll not pass.
- Incom: He couldn't garner A unless--
- Com : He couldn't garner A unless he studied hard.
9. Lest : এই ভয়ে যে অর্থ প্রকাশ করতে lest দ্বারা Complex Sentence গঠন করতে হয়। lest এর পর পূর্বের বক্তব্যের কারণটি Clause আকারে লিখতে হয়। এক্ষেত্রে প্রথশ Clause এর subject ও দ্বিতীয় Clasue এর subject একই থাকে। Lest এর পরের Clause টির গঠন হবে subject + should/might+verb-এর Present form+other words. যেমন-
- Incom : The students walked faster lest--
- Com : The students walked faster lest they should/might miss the class.
- Incom : Read attentively lest--
- Com : Read attentively lest you should/might fail in the exmination.
10. Till/Until: কোন একটি ঘটনা ঘটা পর্যন্ত বা েযে পর্যন্ত না বুঝাতে till বা until+সময় নিদের্শক ঘটনা উল্লেখ করা হয়। দুটি Clause ই একই
Tense এর হয়। Until শব্দটি Negative অর্থ প্রকাশ করে। তাই Until দ্বারা যে Clause শুরু হয় সে Clause এ no বা not বসে না । যেমন-
- Incom : He will not go out until--
- Com : he will not go out until the heat falls down.
- Inco : Shahid will be waiting for until--
- Com : Shahid will be waiting for until I come back.
11. Because : কারণ নির্দেশক Clause এর আগে because হয়। কোন ঘটনা যে কারণে গঠে তাকে because এর পর লিখতে হয়। যেমন-
- Incom : I could no do it in time because--
- Com : I could no do it in time because I was ill.
- Incom : We love the things around us more because--
- Com : We Love the things around us more because they are familliar.
- Incom: Foreign travel is pleasent because --
- Com : Foreign travel is pleasant because we are among novelties.
12. As long as: As lon as যুক্ত incomplete sentence টি সাথে একটি পূর্না্ঙ্গ sentence যোগ করে প্রদত্ত incomplete sentence কে complete করতে হয়। যেমন-
- Incom : wait here as long as--
- Com : Wait here as long as It rains.
- Incom : The blessings of Allah will be with us as long as--
- Com : The blessings of ALlah will be with us as long as we do the duty to him.
13. Would rather/sooner ....than : would rather/would sooner এর অর্থ বরং। Would rather/would sooner একই অর্থ বহন করে তবে would rather এর ব্যবহার বেশি। Would rather/would sooner যুক্ত sentence এ than ব্যবহৃত হয়।
Structure : (Sub+would rather+verb-এর present form...+than+verb)
- Incom: I would rather die than--
- Com: I would rather die than appeal .
14. It is time : কোন কাজের সঠিক সময় ইতেমধ্যে পার হয়ে গেছে। সুতরাং আর বিলম্ব না করে এ মুহূর্তেই কাজটি শুরু করা উচিৎ বুঝানোর জন্য it is time ব্যবহৃত হয়।
Structure : it is time+subject+past subjunctive----
- Incom : It is time ---
- Come : It is time you changed your habit.
- Incom : It is time we--
- Com : It is time we earned our livelihood.
- Incom : It is high time you--
- Com : It is high time you changed your eating habits.
- Incom : It is high time we--
- Com : It is high time we stared for the station.
Note: বেশি জোর দেয়া বুঝাতে it is time এর পরিবর্তে it is high time ব্যবহৃত হয়। তবে উভয় ক্ষেত্রে subject এর পরে verb এর Past Tense ব্যবহৃত হয়। verb টি Past Tense এর হলেও Snentence টি মূলত present tense এর অর্থ প্রকাশ করে।
15. Who, Which, that, whom, whose ইত্যাদি Relative Pronoun যুক্ত incomplete sentence কে complete করার সময় Relative Pronoun এর পর
তার antecedent (পূর্বপদ) অনুযায়ী verb বসিয়ে sentence টিকে complete করতে হয়। যেমন-
- Incom : I saw boy who--
- Com : I saw boy who was playing cricket.
- Incom : This is the watch that--
- Com : This is the watch that he wants to buy.
- Incom : The boy is reatding a book whice--
- Com : The boy is reading a book which is interesting.
- Icom : The girl whom you met yesterday--
- Com : The girl whom you met yesterday is my sister.
16. If+conditional যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম: if যুক্ত clause টি present indefinite Tense হলে Principal Clasuse টি future indefinite Tense হয়।
Structure : If+present+future. যেমন-
- Incom : If I get your purse,--
- Com : If I get your purse, I will give it to you.
- Incom : If you do not work hard,--
- Com : If you do not work hard, you will fail in the exam.
17. If যুক্ত clause টি Past Indefinite Tense এর হলে principal clause টি past conditional (sub+would/might/could+verb এর base form) হয়।
Strcture : If+ past indefinite + past conditional. যেমন-
- Incom : If I knew the story---.
- Com : If I knew the story I would tell it to you.
- Incom : If you wanted,-- .
- Com : If you wanted, we would help you.
18. If যুক্ত clause টি past perfect Tense এর হলে principal clause টি perfect Conditional (subject+would have/could have/might have+verb-এর past perticiple) হয়। যেমন-
- Incom: If I had begin it--.
- Com: If I had begin it I would have given it to you.
19. If যুক্ত claue এ subject-এর পরে were থাকলে principal clause এ subject-এর পর might/could/would+....বসে। যেমন-
- Incom : If I were you,--.
- Com : If I were you, I would help hm.
20. Subotdinate clause টিতে had+sub+verb এর past participle থাকলে princinipal clasuse টি perfect conditional হয়। যেমন-
- Incom Had he fallen in danger,--.
- Com : Had he fallen in danger, they would have helped him.
- Incom : Had I possessed a huge money,--
- Com : Had I possessed a huge money, I would have established a hospital.
21. The place .... where দ্বারা incomplete sentence এ স্থান নির্দেশ করলে এর শেষে subject+verb+ (extention) বসে। যেমন-
- Incom : Rajshahi is the place were--.
- Com : Rajshahi is the place were mangoes grow well.
22. The time...whe যুক্ত incomplete sentence এ সময়ের উল্লেখ থাকলে এর শেষে subject+verb+(extention) বসে। যেমন-
- Incom : 1971 is the year when--.
- Com : 1971 is the year when the Liberation war took place.
23. So much/so many... that যুক্ত sentence এ So much দ্বারা পরিমাণ এবং so many দ্বারা সংখ্যা বোঝায়। so আবারে বসে + verb+ (extention) বসে। যেমন-
- Incom : I hvae not so much money that--.
- Com : I have not so much money that I can buy a car.
- Incom : There are so many stars in the sky that--.
- Com : There are so many stars in the sky that we can not count them.
24. প্রদত্ত Incomplete Sentence টি principal clause টি present/Future Indefinite Tense এ থাকলে এবং তার শেষে When/after থাকলে তার পরের subordinate Clause টি present Perfect Tense হয়। যেমন-
- Incom : You can go to sleep when--.
- Com : you can go to sleep when you have finished your study.
- Incom : You will return me the book after---.
- Com : You will return me the book after You have finished reading it.
25. In case যুক্ত Subordinate Clause টি Principal Clause এর কাজের কারণ নির্দেশ করে। তাই in case যুক্ত Incomplete Sentence কে Conmplete করার সময় in case এর পর Principal Clause এর কারণের সাথে সম্পর্কযুক্ত একটি Subordinate Clause গঠন করতে হয়। সাধারণত in case যুক্ত Subordinate Clause টি present Tense এর হয়। যেমন-
- Incom : I won't come tomorrow in case--.
- Com : I won't come tomorrow in case it rains.
26. Would that /I wish : অবাস্তব ইচ্ছা, আকাঙক্ষা ইত্যাদি প্রকাশ করতে would that/I wish ইত্যাদি ব্যবহৃত হয়। এক্ষেত্রে verb এর subjunctive past Tense হয়। যেমন-
- Incom : Would that I --.
- Com : Would that I could fly in the sky.
27. Without +gerund যুক্ত simple Sentence: without + gerund যুক্ত incomplete sentence কে complete করার সময় principal clause এর শুরুতে personal subject+verb+.. বসাতে হয়। যেমন-
- Incom : Without reading more--.
- Com : WIthout reading more you can not learn more.
- Incom : With out taking physical exercise--.
- Com : Without taking physical exercise we can not keep our body fit.
28. By+gerund যুক্ত Simple Sentence : By+gerund যুক্ত incomplete sentence কে complete করার সময় principal clause এর শুরুতে একটি subject+verb+..ব্যবহার করতে হয় । যেমন-
- Incom : By reading more--.
- Com : By reading more we can learn more.
- Incom : By eating balanced diet.--.
- Com : By eating blanced diet, we can remain healthy.
Here are few comon proverbs used aften.
- Tow wrong don't make a right.
- The pen is mightier than the sword.
- When in Rome, do as the Romans.
- Fortune favors the bold.
- Birds of a feather flock together
- The early bird catches the worm.
- God helps thouse who help themselves.
- Cleanlines is next to godlines.
- Beggars can't be chooser.
- Actions speak louder than word.
Exercise 1
Complete the following sentences (নিচের বাক্যগুলো পূরণ করুন:)
- Dont't judge a book --.
- Hell hath no fury--.
- Too many cooks--.
- When in Rome,---.
- Where there's a will,--.
- Don't make a muntain --.
- two wrongs---.
- It's better to be safe--.
- Still waters----.
- A rolling stone---.
Ans. 1. by its cover; 2. like a woman scorned; 3. spoil the broth; 5. do as the Romans do; 5. there's a way; 6. out of an anthill; 7. don't make a right; 8. than sorry; 9. run deep; 10. gathers no moss.