PREPOSITION (পদান্বয়ী অব্যয়)
'Pre' শব্দের অর্থ পূর্বে এবং 'Position' শব্দের অর্থ অবস্থান। সুতরাং যে Word Noun Equivalent এর পূর্বে বসে Sentence এর অন্তর্গত অন্য Word এর সাথে ঐ Noun বা Noun Equivalent এর সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে Preposition বলে। Prepositions-গুলোকে মোটামাটি ছয় ভাগে ভাগ করা যায়। যেমন-
- Simple Prepositions
- Double Prepositions
- Pharse Prepositions
- Participle Prepositions
- Disguised Prepositions
* Simple Preposiontion : একটি মাত্র word নিয়ে গঠিত হয়। যেমন-by,with,after,on,over,for,up,in,off ইত্যাদি। simple preposition যথন বিচ্ছন্ন হয়ে বাক্যের শেষে ব্যবহৃত হয তখন তাকে detached preposition বলে। যেমন-
- what is He Looking for?
- What Class do you read in?
* Double Preposition : কখনও কখনও দুটি simple preposition একত্র হয়ে একটি preposition-এর মত অর্থ প্রকাশ করে। এগুলোকে Double Preposition বলে। যেমন into, within ইত্যাদি।
* .Compound Preposition : Simple Preposition-এর সাথে noun, adjective অথবা adverb যুক্ত হয়ে Compound Preposition গঠিত হয়। যেমন- along (=on+long), before (=by+fore),across(=on+cross), beside=(by+side), behind (=by +hind), about (=on+ bout) ইত্যাদি।
* Phrase Preposition : দুই বা ততোধিক শব্দ একত্রে হয়ে একটি preposition এর মতো কাজ করলে তাকে Phrase Preposition বলে। যেমন- On account of,instead of, in spite of, by means of, because of ইত্যাদি।
* Participle Preposition : Considering, Concerning, regarding ইত্যাদি participle গুলো preposition এর মতো কাজ করে। যেমন-He knows nothing regarding the matter. (বিষয়টি সম্পর্কে সে কিছুই জানে না।)
* Disguised Preposition: কতগুলো preposition- এর নিজস্ব রূপ প্রকাশে ব্যবহৃত না হয়ে সংক্ষিপ্তরূপে ব্যবহৃত হয়। এদেরকে Disguised Preposition বলে। যেমন-
- I am a sleep. ( এখানে a=on+sleep)
- He sat beside (by+side) a chair.
Rules for using Prepositions সময়ের ক্ষেত্রে: At/On/In এর ব্যবহার
1. আমরা দিবসের নির্দিষ্ট সময়ের পূর্বে at ব্যবহার করি। যেমন- at 4pm. at 7:30am,at lunch time, at mid night, at sunset, at down, at 9 O'clock, at noon ইত্যাদি।
2. নিম্নলিখিত সময় অথবা phrase এর সাথে আমরা at ব্যবহার করি। যেমন-
- at fifteen/at the age of fifteen: I Completed my S.S.C Courses at the age of fifteen.
- at The moment/at present : At the moment, I am reading a novel.
- at present, Bangladesh is facing an actule population problem.
- at Night: We sleep at night.
- at weekend/at weekends : We don't have offices at weekend/weekends.
- at Christmas/at Easter: The Christians exchange greeting at Christmas.
3. তবে Chritmas এর সাথে day যুক্ত থাকলে তার পূর্বে on বসে। যেমন-
- The Christians exchange greeting on Christmas day
4. মাস, বছর, রিতু ইত্যাদি দীর্গ সময়ের পূর্বে আমরা in ব্যবহার করি। যেমন-
In January, in 2007,in 2007, in the Spring, in the 1990, in the 21st century, in the past, in the stone age, in the future, in the middle ages.
5. আমার সকাল, বিকাল এবং সন্ধ্যার পূর্বে in ব্যবহার করি। যেমন-
- In the morning, in the aftrnoon, in the evening.
- We used to walk in the morning.
- Where will you go in afternoon?
- I shall visit you in the evening.
6. কিন্ত সকাল, বিকাল এবং সন্ধার পূর্বে যদি দিবসের নাম সংযুক্ত থাকে তার পূর্বে in না বলে on বসে। যেমন-
- on saturday morning _ I'll visit you on saturday morning.
- on Sunday afternoon joy will come on sunday afternoon.
- on Monday evening_ We may leave the house on Monday evening.
7. Last, next, this, very ইত্যাদি পূর্বে আমরা at, on বা in ব্যবহার করি না। যেমন-
- We visited the National park last week. (in last week হবে না)
- I shall go to Khulna nest Friday. (on next Friday হবে না)
- Dr. Yunus awarded nobel prize this year. (in this year হবে না)
- I jog every morning. (in every morning হবে না)
8.ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ের মধ্যো কোন কাজ সংঘটিত হবে অতীতে কোন কাজ কত সময়ের মধ্যে শেষ হয়েছে তা বুঝাতে আমরা in ব্যবহার করি। যেমন-in a few minutes, insix months, in year, in three week, in a moment ইত্যাদি।
- We will start for Chittagong in a few minutes.
- I Shall finish the work in six months.
- Tumpa will be here in a moment.
- I finished the work in two weeks.
9. আমরা যথাসময় এর জন্য on time এবং শীঘ্রই বা তাড়াতাড়ি এর জন্য in time ব্যবহার করি। যেমন-
- I go to school on time.
- I have sent you a parcel. You'll get it in time.
মনে রাখবে on time এর বিপরীত হলো late বা দেরিতে।
10 যখন কোন কাজের জন্য নির্দিষ্ট সময় বেধে য়ো থাকে এবং তা উক্ত নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোন মুহূর্তে সংঘটিত হতে পারে এমন বোঝায় তবে আমরা সময়টির পূর্বে by ব্যবহার করি।
এক্ষেত্রে কাটি যদি উক্ত নির্ধিষ।ট সময়েও সংঘটিত হয় সেক্ষেত্রে ও আমরা by ব্যবহার করি। এই নিয়মটি সাধারণত ভবিষ্যত সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন-
- Salam has gone to khulan. He will be back by Sunday.
- I'll have finished my work by 10.30
11. কোন কাজ কতক্ষণ পর্গন্ত চলবে তা নির্দেশ করতে আমরা সময়ের until বা till ব্যবহার করি। যেমন-
- I'll be reading until/till 11.30 pm.
- Ruma went to her village. She'll be away untill/till Saturday.
12. কোন কাজ কোন সময় কাল সংঘটিত হয়েছে তা নির্দেশ করতে আমরা during+সময় কাল ব্যবহার করি। যেমন-
- I fell asleep during the morning.
- We visited the National Zoo during our hlioday.
যে সকল সময়ের কালের নাম রয়েছে যেমন- Chrismas, Easter অথবা যে সকল সময়ে কালকে ইতোমধ্যে সঞায়িত করা হয়েছে তাদের পূর্বে during বসে।যেমন- during Chrismas, during Easter, During Easter, During my beyhood, during winter, during holiday, during the age ইত্যাদি।
13. সময়কাল নির্দেশ করে এমন শব্দ যেমন- the morning, the afternoon, the summer ইত্যাদির সাথে আমরা in অথবা during এর যে কোনটি ব্যবহার করতে পারি। যেমন-
- I met him during the summer/winter/spring.
- As the grass is wet it must have rained during in the night.
14. কোন কাজ কতক্ষণ ধরে সংঘটিত হয় বা চলে তা বুঝাতে আমরা for+সময়ের ব্যাপ্তিকাল ব্যবহার করি। যেমন-
- I was asleep for an hour.
- Tuba watched TV for two hours.
- We are eating rotten fish for ages.
15. কোন কাজ কিছু সময় ব্যাপিয়া চলঠিল আমন বুঝাতে present perfect, present perfect continuous, past perfect এবং past perfect continuous tense এর সাথে for+ সময়ের ব্যাপ্তিকাল ব্যবহার করা যায়। যেমন-
- It has been raining fr two hours.
- I have worked here for three years.
16. Rule on 15 এ যদি কাজটি শুরু হওয়ার সময় সুনির্দিষ্ট করে উল্লেখ থাকে তবে সেক্ষেত্রে for এর স্থলে since ব্যবহার হয়। যেমন-
- It has been raining since the morning.
- I have worked here nince 2001.
17 আমরা কোন কিছুর শেষ সময়টা নের্দেশ করতে at the end এবং ‘অবশেষে’ বা ‘পরিশেষে’ বোঝাবার জন্য in the end ব্যবহার করি। যেমন-
- at the end of the month (মাসের শেষ দিকটায়)
- at the end of the match (ম্যাচের শেষ দিকে)
- at the end of the film (ছবির শেষের দিকে)
- at the end of the course (কোর্সের শেষের দিকে)
- at the end of the concert(কনসার্টের শেষের দিকে)
- I'll give you some money at the end of the month.
- He got more and more angry. In the end he just walked out of the room.
Note: at the end এর বিপরীত হলো at the beginning (শুরুতে) কিন্তু in the end এর বিপরীত হলো at first.
স্থানের ক্ষেত্রে In/AT/On এর ব্যবহার
18. কোন স্থান সীমানার ভিতরের কোন কিছুকে বুজাতে আমরা হস ব্যবহার করি যেমন-in a garden, in a room, in a town/City, in a building, in a counter, in a box.
- Three is a man in the room/in the building, in the garden.
- I Live in a village/town/city/country.
- I put the key in the box.
- She has a chocolate in her hand/in her month/in her pocket in her bag.
- A man is swimming in the pool/in the river/in the sea/in the pond.
অনুরূপভাবে যে সকল স্থানের সীমানা রয়েছে এমন স্থানের ভিতর অবস্থান করলে আমরা in ব্যবহার করি। যেমন- in a square (চতুরের ভিতর), in a forest (বনের ভিতর), in a street (রাজপথের ভিতর), in a wood (জিঙ্গলের ভিতর) in a field (মাছের ভিতর), in a desert (মরুভূমির ভিতর)
19. কিন্তু ছোট সীমানাযুক্ত স্থানের ক্ষেত্রে যদি ভিতরে অবস্থান না বুঝিয়ে সেটিকে কেবলমাত্র বিরতির স্থল বা অবস্থান বিন্দু হিসেবে দেখন হয় তবে সেক্ষেত্রে in এর পরিবর্তে at ব্যবহার করা হয়। যেমন-
- We stopped at a square/at a street/at a room/at field/at a building a while.
20. ভবনের ভিতরে,ভবন চত্ত্বরে অথবা ভবন লাগোয়া যে কোন স্থানে কোন ঘটনা সংঘটিত হলে সেক্ষেত্রে আমরা at ব্যবহার করি in নয় । কিন্তু যদি ভবনের ভিতরে অবস্থান করা বুঝায় তবে in ব্যবহার করা হয়। যেমন-
- Rana is in the station.
- Sumon is in the school.
- I was at Meens's house last night.
- Don't meet me at the airport/at the station.
- The movie I want to see is showing at the Modhumita Movies.
21. অবস্থানের ক্ষেত্রে ছোট স্থানের পূর্বে at এবং বড় স্থানের পূর্বে সাধারণত in ব্যবহৃত হয়। কিন্তু তা দি অবস্থান না বুঝিয়ে কোন স্থানে গমনের সময় পথিমধ্যে সময়িক বিশ্রামস্থল হিসেবে ব্যবহৃত হয় তবে তার পূর্বে আমরা at ও ব্যবহার করতে পারি। যেমন-
- I love at Keranigonj in Dhaka in Bangladesh.
(আমরা in Keranigonj, at Dhaka, at Bangladesh লিখতে পারবে না।)
- I stopped at/in Dhaka on the way to Calcutta.
(এখানে Dhaka যাত্রার একটি বিশ্রাম বিন্দু মাত্র। একানে at বা in উভয়ই প্রযোজ্য।)
22. Home (বাড়ি), work (কাজ), school (বিদ্যালয়), college, university, address (ঠিকানা), certain point (নির্দিষ্ট বিন্দু) যেমন- bridge (সেতু), crossroads (রাস্তার সংযেগস্থল), end of a street (রাস্তার শেষ মাথা) ইত্যদিতে অবস্থান করলে তার সাথে at ব্যবহার করি। যেমন-
- Who is standing at the bus stop/at the door/at the window?
- Turn right at the traffic lights/at the mosque/round about.
- There is a beautiful house at the end of the street.
23. কোন একটি বস্তুর ওপর অপর কোন বস্তু অবস্থান করলে তাদর ভেতরকার সম্পর্ক বুঝাতে আমরা on ব্যবহার করি । এক্ষেত্রে সংস্পর্শ থাকা বাঞ্জনীয়। সংস্পর্শ বিহীন অবস্থায় ওপরে থাকলে আমরা above বা over ব্যবহার করি)। যেমন-
- He sat on the grass/on a chair/on the ground/ on the floor/on the bench/on the bench
- Three is a dirty mark on the wall/ on your shirt/ on your nose/ on the ceiling.
- Three is a notice on the notice board/ on the door.
- The story is writitten on page 10.
24. যখন কোন ব্যক্তি বা বস্তু line (লাইন), row (সারি), quere (লাইন), street (রাজপথ), sky (আকাশ), world (পৃথিবী), photograph (ছবি), picture (ছবি), mirror (আয়না), book (বই), newspaper ((খবরের কাগজ), magazine (ম্যাগাজিন), letter (চিঠি) ইত্যাদির মাঝে অবস্থান করে তখন আমরা in ব্যবহার করি। যেমন-
- Dull students never sit in the front row.
- I know the man in photograph, (on the photograph হবে না)
- Birds fly in the sky. (on the sky হবে না)
- shahinur live in Park Street and Sanchita in Ranking street.
- I have read the news in the newspaper, ( on the newspaper হবে না )
25. নিম্নলিখিত স্থানে কোন ব্যক্তি বা বস্তু অবস্থান করলে আমরা on ব্যবহার করি: on the left (বামে), on the right (ডানে), on the ground floor (নিচতলা), on the first floor (দ্বিতীয় তলায়), on the second floor (তৃতীয় তলায়), on map (মানচিত্র), on a menu (হোটেলের মেনুতে), on a list (তলিকায়), on a farm (খামারে)। যেমন-
- in Bangladesh, we drive on the left/on the left hand side.
- My flat is on the fourth floor of the building.
- There were many names on the farm.
- Many workesrs work on this farm.
- Find out our country on the map.
26. কোন স্থান নদী বা সমুদ্র তীরে অথবা রাস্তার ওপর অবস্থিত হলে তা বুঝাতে আমরা on ব্যবহার করি। যেমন-
- Dhaka is on the river Burignaga.
- Kuakata is on the South East Cost of Bangladesh.
- My house is on Pyariddas Road.
27.ঘরের ভীতরের কোণায় কোন কিছু তাকলে আমরা in the coner of a room বলি কিন্তু রাজপথের কোণায় কোন কিছু তাকলে আমরা at/on the corner of a street বলি। যেমন-
- There is a television in corner of the room.
- There is a stationary shop at/on the corner of the street.
28. কোন ভবন, সেনেমা বা একদল লোকের সামনে বা পিছনে বুঝাতে আমরা at the front অথবা at the back ব্যবহার করি। যেমন-
- Habib always sits at the front of the bench.
- Dull students always sit at the back.
29. কিন্তু গাড়ির ভিতরে বসার ক্ষেত্রে যখন সামনের সিটে বসা হয় তখন in the front এবং যখন পিছনের সিটে বসা হয় তখন in the back of a car বলি। যেমন-
- Rina was sitting in the back when the car crashed.
30. তবে কোন চিঠি, কাগজ-পত্র, খাম ইত্যাদির সামনে বা পিছনে বুঝালে on the front অথবা on the back ব্যবহৃত হয়। যেমন-
- Writte your name on the rear of this envelope.
যানবাহনের ক্ষেত্রে in/on/by এর ব্যবহার
31. আমরা ভ্রমনের সময় কিসে চড়ে ভ্রমণ করছি তা বুঝাতে নিম্নলিখিত বাহনগুলোর সাথে on ব্যবহার করি। যেমন- on a plane, on a train, on a bus, on a ship, on a bicycle, on a motorcycle, on a horse, on foot.
- There are too multitudinous people on the wheels.
- Sumon passed me on his bicycle.
- I am going to chittagong on the Mahanagar Express.
32. আমরা ভ্রমণে সময় কিসে চড়ে বা চেপে ভ্রমণ করছি তা বুঝাতে নিম্নলিখিত বাহনগুলোর সাথে in ব্যবহার করি। যেমন- in a car, in a rickshaw.
- I am going to school in a rickshaw.
- My uncle arrived here in a taxi.
33. তবে আমরা সচরাচর কিসে চেপে ভ্রমণ করি তা বুঝাতে সকল যানবাহনের সাথেই by ব্রবহার করি। এক্ষেত্রে যানবাহনের সাথে a/an/the/my ইত্যাদি সংযুক্ত থাকে না। যেমন-by plane, by train, by bus, by ship, by bicycle, by motorcycle, by road, by air, by raij, by sea, by underground, by lunch, ইত্যাদি।
- Do you prefer to travel by air o rby road?
- My ncle travels by lunch.
34. যানবাহনের সাথে a/an/the/my/his/their ইত্যাদি determiner সংগুক্ত থাকলে by ব্যবহৃত না হয়ে Rule 25 এবং Rule 26 এর প্রয়োগ হবে। যেমন-
- I commonly go to academe on a motorcar.( by a motorcar হবে না)
- They did not come in their car. They came in a taxi. (by their car স্থা by a taxi হবে না)
35. তবে পায়ে হেটে ভ্রমণের ক্ষেত্রে সবসময় on the horse back হবে। by horse back হবেনা। যেমন-
- The cavalry (অশ্বারোহী সৈন্যদল) are riding on the horse back.
অন্যান্য ক্ষেত্রে in, at এবং on এর ব্যবহার
36. আমরা নিম্নলিখিত বিষয়গুলোর সাথে on ব্যবহার করি: on television, on the radio, on the phone, on telephone, be/go on holiday, be/go on business, be/go on a tour, be/go on a cruise, be/go on a strike, be/go on a diet, be on fire, on the whole (সাধারণত/অধিকাংশ ক্ষেত্রে), on purpose (ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে ) ইত্যাদি। যেমন-
- I didn't watch the news on television, but I heard it on the radio.
- I can't phone you because I'm not on the phone.
- Did your uncle go to Chittagong. on Business or on holiday?
- My uncle is on holiday in Chittagong.
- Sanchita would like to go on a world tour.
- The truck drivers are on strike.
- I'll have to go on a diet to lose weight.
- Sometimes I face problems at work but on the whole I enjoy my job.
- Look! That house is on fire.
37. নিম্নলিখিত রাশিগুলোর সাথে আমরা in ব্যবহার করি: in the sun (রোদের ভিতর), in the rain, in the dark, in the shade, in the bad weather, write in ink/pencil/biro (বলপেন), write in BLOCK LETTERS (বড় হাতের অক্সরে)/in words, in figures (অংকে), pay in cash, be/fall in love with somebody, in my opinion ইত্যাদি। যেমন-
- Don't play in the sun/in the rain.
- Itook rest in the shade of a tree.
- Don't go out in the bad weather.
- Fill in the admission form in block letters.
- I paid my telephone bill in cash.
- Are you in love with anybody?
- in my opinion, Mitu is not a good gril.
- Write the amount in figures/words you need.
- In exams write in ink/biro (বলপেন), don't write in pencil.
38 আমরা cash এর সাথে in ব্যবহার করলেও cheque এবং credit card এর সাথে by ব্যবহার করি। যেমন-
- bu cheque এবং by credit card.
- I paid my telephone bill by cheque/by credit card.
39. আমরা নিন্ম লিখিত pharseগুলোর সাথে at ব্যবহার করি। যেমন- at the age of , at a temperature of, at a speed of ইত্যাদি।
- Tuba left school at 16.
- Or, Tuba left school at the age of 16.
- Water freegess at zero degree celsius.
- Or, Water freeges at a temperature of zero degree celsius.
- The train is travelling at 100 miles an hour.
- or, The train is travelling at a speed 100 miles an hour.
ব্রমণ এবং চলাফেরার ক্ষেত্রে to/at/in এবং into- এর ব্যবহার
40. আমরা কোন স্থানের দিকে প্লেনে, হেঁটে , সাইকেলে ইত্যাদিতে চড়ে যাওয়া, আসা বা ভ্রমণের সময় to ব্যবহার করি। যেমন-
go to Dhaka, go to bed, return to Bogre, take somebody, to hospital, go to bank, come to my house, drive to the airport, go to a concert, be sent to prison, been to aplace, get to the party, get to Sylhet, get to work, welcome to , on my way to, a journey to, a trip to, tour to.
- We returned to Dhaka safely.
- When will you come to my house?
- WIll you come to the party?
- Welcome to our contry.( in our country হবে না )
- I'll visit kalam on my way to school.
- I made a journey to Kuakata last month.
- he has been ent to prison.
- I have never been to London.
- What time did they get to Dhaka?
- We get to work at 8 am.
- I am going to Dhaka/Chittagong/hospital/the airport, etc.
41. Town, city এবং Country তে পৌঁছার ক্ষেত্রে আমরা arrive in ব্যবহার করি কিন্তু অন্যান্য স্থান যেমন- বিল্ডিং, ঘটনা ইত্যাদি পৌঁছানের ক্ষেত্রে আমরা arrive at ব্যবহার করি। যেমন-
- The arrived in Dhaka at 11.30, (arrived to Dhaka নয়)
- Mr. Zakir arrived in Bangladesh yesterday.
- MR.Zakir arrived at the hotel about 2pm.
- He arrived at party at 4pm.
42. আমরা home এর সাথে কখনও to ব্যবহার করি না। যাওয়া, আসলাম
পৌঁছা ইত্যাদির ক্ষেত্রে আমরা কোন preposition ব্যবহার করি না। যেমন-
- Let's go home. (go to home হবে না)
- She came home yesterday. (Come to home হবে না)
- We got home early this evening, (go to home হবে না)
- Shahinur arrived home few minutes ago. ( arrived to home হবে না)
- I met friends on the way home. ( on the way to home হবে না)
43. Home এর দিকে যাওয়া না বুঝিয়ে যদি home এ অবস্থান বা কিছু করা বোঝায় তবে সেক্ষেত্রে home এর সাথে at বসে। যেমন-
- When I came home father was at home.
- I'm watching TV at home.
- Please, stay at home.
44. গতিশীল অবস্থায় (হাঁটতে হাঁটতে/র্দঁড়াতে দৌঁড়াতে) কোন রুম/বিল্ডিং/ কার ইত্যাদির ভিতর প্রবেশ করার ক্ষেত্রে আমর into ব্যবহার করি। যেমন-
- Jamil went into the Headmaster's room.
- A bird flew into the kitchen.
- He got in to the car and drove away.
তবে কথনও কখও into এর পরিবর্তে in ও ব্যবহৃত হয়। যেমন-
- Don't wait outside, Come in the house's/come into the house
45. আমরা কোন বিল্ডিং, রুম ইত্যাদিতে প্রবেশ করার সময় cnter into হবে না। যেমন-
- The man entered the BCIC Bhaban. (entered into হবে না)
- A boy entered the Headmaster's room. (entered into হবে না)
46. কোন স্থান হতে বেরিয়ে যাওয়ার সময় আমরা out of ব্যবহার করি। এটি into এর বিপরীত। যেমন-
- get out of the room.
- Sharmin got out of her car and went into her office.
47. সাধারণথ আমরা বাস,, ট্রেন, প্লেন ইত্যাদিতে চড়ার সময় get on এবং অবতরণের (নামার) সময় get off বলে থাকি। যেমন-
- When we got on the bus it Started Runing.
- When the train stopped. I got off it.
48. Under এবং below এর অর্থ নেচে। কোন বস্তুর নিচে অপর একটি বস্তু থাকলে তা যদি উক্ত বস্তুটিকে স্পর্শ করে থাকে তবে সেক্ষেত্রে আমরা under ব্যবহার করি। কিন্ত স্পর্শে না থেকে বস্তু দুইটির মাঝে যদি কিছুটা ফাঁক থাকে এমন বোঝায় তবে সেক্ষত্রে below বসে। তবে কোন কোন ক্ষেত্রে উভয়কেই ব্যবহার করা যেতে পারে। যেমন-
- He lives below me
- Shilpi put the key under the pillow (বালিশ)
Above এবং over এর ব্যবহার
49. ভূমিতে স্পর্ম না করে আনুভূমিক চলাচলের ক্ষেত্রে আমরা over ব্যবহার করি above নয়। যেমন-
- Abird flew over us ( above হবে না )
- A copter covered over us (above হবে না )
50. ঢেকে দেওয়া, অন্য প্রান্তে, এপার-ওপার এবং একপাশ থেকে অন্যপাশে ইত্যাদি বুঝাতে আমরা over ব্যবহার করি। যেমন-
- Mother put a quilt over me.
- My cousin lives over the hills.
51. কোন কোন সময় above এবং over একই অর্থে ব্যবহৃত হয় । যেমন-
- There is a portrait avobe/over the door.
- Our National Falg waves above/over our heads.
52. সংখ্যা, আহার, কাদ্য, পানীয় ইত্যাদির সাথে over ব্যবহার করা যায়। যেমন-
- There are over sixty student in the class.
- Myfather reads the newspaper over a cup of tea.
Between এবং among -এর ব্যবহার
53. দুটি বস্তু বা ব্যক্তির মাঝে কোন কিছু বুঝালে between এবং দু’য়ের অধিক ব্যাক্তি বা বস্তুর মাঝে কোন কিছু বাঝালে among ব্যবহৃত হয়। যেমন-
- Divide the sweet between Tushar and Maruf
- Distribute the seeet among the student.
- Among the students Jumanna is the best girl.
Beside এবং By এর ব্যবহার
54. Beside এবং by এর অর্থ পাশে। পাশে অর্থে দুটিই ব্যবহৃত হয়। যেমন
- Come and sit by/beside me.
- Where is the post office? by/beside the lake
Prepositions Exercise 1
Choose the correct prepositions to fill the gaps. (নিচের শূন্যস্থানগুলো উপযুক্ত preposition দ্বারা পূরণ করুন। )
- I know nothing---the matter. ( about/for/of/)
- The picture was hanging---my head.(on/above/in)
- They were Walking--- the field.(across/in/on)
- I shall go there---5 O.clock. (after/of/over)
- The letter has come---Dhaka(from/to/for)
- There are a lot of differences--- them.( among/between/in)
- The books are --- the table. (on/over/above)
- He is suffering--- illness. ( in/for/from)
- They live--New York. (at/in/on)
- Fish cannot live---food.(in/with/without)
- I saw her --- her friends. (with/of/in)
- Time and tide wait --none. (from/for/on)
- I am weak--science.(at/in/about)
- I am reading an interesting book--animals.(on/about/over)
Ans: 1. about 2. above 3. across 4. after 5. from 6. among 7. on 8. From 9. in 10. without 11. with 12.for 13. in 14. about
Prepositions Exercise 2
Choose the correct prepositions to fill the gaps. (নিচের শূন্যস্থানগুলো উপযুক্ত preposition দ্বারা পূরণ করুন। )
- She is allergic ___________ cats.
- The book is __________ the table.
- We went for a walk __________ the park.
- The keys are __________ the drawer.
- The cat jumped __________ the fence.
- I'll meet you __________ the corner.
- He is interested __________ science.
- The movie starts __________ 7:00 PM.
- We live __________ a small town.
- She apologized __________ her mistake.
Ans: 1. to 2. on 3. in 4. in 5. over 6. at 7. in 8. at 9.in 10. for
Prepositions Exercise 3
Choose the correct prepositions to fill the gaps. (নিচের শূন্যস্থানগুলো উপযুক্ত preposition দ্বারা পূরণ করুন। )
- We are going to the beach __________ the weekend.
- The cat is hiding __________ the bed.
- She is afraid __________ spiders.
- The restaurant is famous __________ its delicious pasta.
- The picture is hanging __________ the wall.
- We should be there __________ 10 minutes.
- I have been waiting for you __________ noon.
- The ball rolled __________ the street.
- The library is __________ the second floor.
- We traveled __________ Europe last summer.
Ans: 1. for 2. under 3.of 4.for 5. on 6. in 7. since 8. across 9.on 10. around
Prepositions Exercise 4
Choose the correct prepositions to fill the gaps. (নিচের শূন্যস্থানগুলো উপযুক্ত preposition দ্বারা পূরণ করুন। )
- She is good __________ math.
- The keys are __________ the car.
- The cat jumped __________ the table.
- They live __________ a beautiful house.
- I am interested __________ learning new languages.
- The movie will start __________ 8:30 PM.
- He apologized __________ being late.
- The restaurant is famous __________ its seafood.
- We walked __________ the forest and reached the lake.
- The book is __________ the shelf.
Ans: 1. at 2. in 3.onto 4.in 5. in 6. at 7. for 8. for 9.through 10. on
Choose the correct prepositions to fill the gaps. (নিচের শূন্যস্থানগুলো উপযুক্ত preposition দ্বারা পূরণ করুন। )
- They arrived __________ the airport just in time.
- The cat is sleeping __________ the sofa.
- The children are excited __________ the upcoming field trip.
- We are proud __________ our team's achievements.
- The restaurant is located __________ the top floor of the building.
- The train will depart __________ 3:45 PM.
- She is allergic __________ pollen.
- The painting hangs __________ the wall.
- We need to be there __________ 7:00 AM.
- The computer is __________ the desk.
Ans: 1. at 2. on 3.about 4.of 5. on 6. at 7. to 8. on 9.by 10. on
Prepositions Exercise 6
Choose the correct prepositions to fill the gaps. (নিচের শূন্যস্থানগুলো উপযুক্ত preposition দ্বারা পূরণ করুন। )
- The cat is sitting __________ the windowsill.
- She is interested __________ art history.
- The restaurant is famous __________ its desserts.
- We will meet you __________ the entrance.
- The train is scheduled to arrive __________ 9:15 AM.
- He apologized __________ his rude behavior.
- The book is __________ the shelf, right next to the red one.
- We walked __________ the bridge and reached the other side.
- I am passionate __________ helping others.
- The keys are __________ the bottom of the bag.
Ans: 1. on 2. in 3.for 4.at 5. at 6. for 7. on 8. across 9.about 10. at
- Prepositions Exercise 7
- Choose the correct prepositions to fill the gaps. (নিচের শূন্যস্থানগুলো উপযুক্ত preposition দ্বারা পূরণ করুন। )
- 1. They live __________ a small village.
- 2. The cat jumped __________ the roof.
- 3. The movie starts __________ 7:30 PM.
- 4. She is afraid __________ snakes.
- 5. The book is __________ the top shelf.
- 6. We met __________ the coffee shop.
- 7. The restaurant is known __________ its spicy cuisine.
- 8. We walked __________ the park and enjoyed the scenery.
- 9. The keys are __________ the kitchen counter.
- 10. She is excited __________ her upcoming trip.
Ans: 1. in 2. onto 3.at 4.of 5. on 6.at 7. for 8. through 9.on10. about
- Prepositions Exercise 8
- Choose the correct prepositions to fill the gaps. (নিচের শূন্যস্থানগুলো উপযুক্ত preposition দ্বারা পূরণ করুন। )
- 1. The cat is hiding __________ the bed. 2. We went swimming __________ the lake.
- 3. She is allergic __________ pollen. 4. The movie will be shown __________ 8:00 PM.
- 5. The keys are __________ the drawer. 6. The restaurant is famous __________ its seafood.
- 7. They live __________ a beautiful house. 8. The book is __________ the shelf.
- 9. He apologized __________ his mistake. 10. We will meet you __________ the corner.
- Ans: 1.under 2. in 3.to 4.at 5. in 6.for 7. in 8. on 9.for 10. at
- Prepositions Exercise 9
- Choose the correct prepositions to fill the gaps. (নিচের শূন্যস্থানগুলো উপযুক্ত preposition দ্বারা পূরণ করুন। )
- 1. The train will depart __________ 9:45 AM.
- 2. The cat is sleeping __________ the couch.
- 3. We are excited __________ the upcoming concert.
- 4. She is passionate __________ environmental conservation.
- 5. The restaurant is located __________ the heart of the city.
- 6. The book is __________ the top shelf.
- 7. They live __________ a cozy apartment.
- 8. The keys are __________ the kitchen counter.
- 9. He apologized __________ his rude behavior.
- 10. The movie starts __________ 6:30 PM.
- Ans: 1.at 2.on 3.about 4.about 5. in 6.on 7. in 8. on 9.for 10. at
- Prepositions Exercise 10
- Choose the correct prepositions to fill the gaps. (নিচের শূন্যস্থানগুলো উপযুক্ত preposition দ্বারা পূরণ করুন। )
- 1. The children are playing __________ the garden.
- 2. We will meet you __________ the main entrance.
- 3. She is interested __________ learning new skills.
- 4. The cat is sitting __________ the windowsill.
- 5. The restaurant is famous __________ its rooftop view.
- 6. The keys are __________ the bottom of the bag.
- 7. They live __________ a house by the river.
- 8. The meeting is scheduled __________ 3:00 PM.
- 9. The book is __________ the desk, next to the lamp.
- 10. He apologized __________ arriving late.
- Ans: 1.in 2.at 3.in 4.on 5.for 6.at 7. in 8. for 9.on 10. for